মৌলভীবাজারের কমলগঞ্জে দিনব্যাপী আবহমান বাঙালি সংস্কৃতির ঐতিহ্যবাহী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পিঠা উৎসব উদযাপন পরিষদের আয়োজনে ও কমলগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় কমলগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এ পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।
পিঠা উৎসব উদযাপন পরিষদের আহবায়ক পৌর মেয়র জুয়েল আহমদের সভাপতিত্বে ও সদস্য সচিব সাংবাদিক সাজিদুর রহমান সাজুর সঞ্চালনায় পিঠা উৎসবের উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো: রফিকুর রহমান।
এসময় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন, সহকারী কমিশনার (ভূমি) মো: রইছ আল রিজওয়ান, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু প্রমুখ। গ্রামবাংলার হরেক রকমের পিঠাপুলি নিয়ে ২১ টি স্টল বসে এ পিঠা উৎসবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :