AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কাপ্তাইয়ে পর্যটকবাহী বাস উল্টে আহত ১৩


Ekushey Sangbad
বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি, রাঙ্গামাটি
০২:২৫ পিএম, ২৩ ফেব্রুয়ারি, ২০২৪
কাপ্তাইয়ে পর্যটকবাহী বাস উল্টে আহত ১৩

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় চট্টগ্রাম থেকে আসা পর্যটকবাহী বাস উল্টে ১৩ যাত্রী আহত হয়েছেন।  শুক্রবার সকাল ১০টার দিকে কাপ্তাই সড়কের চিৎমরম এলাকার ব্যঙছড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় উল্টে যাওয়া বাসের পাঁচ যাত্রী কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন। অন্যরা কাপ্তাই নৌবাহিনী হাসপাতালে নেয়া হয়েছে। বাসটিতে প্রায় ৩৫-৪০ জনের মতো যাত্রী ছিল। খবর পেয়ে উদ্ধার অভিযান চালিয়েছেন পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিস সদস্যরা।

কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আএমও) ডা. ওমর ফারুক রনি জানান, সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় পাঁচজন হাসপাতালে এসেছেন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

কাপ্তাই থানার ওসি আবুল কালাম জানান, আমরা ঘটনাস্থলে আছি। পরে বিস্তারিত জানানো যাবে।

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মহিউদ্দিন জানান, চট্টগ্রাম থেকে আসা একটি পর্যটকবাহী  বাস সড়কের মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এ ঘটনায় ১৩ আহত হয়েছেন। আহতরা স্থানীয় হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। 

 

একুশে সংবাদ/বিএইচ

Shwapno
Link copied!