AB Bank
ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শিক্ষা সফরে স্কুলছাত্রদের সঙ্গে শিক্ষকের মদ্যপান


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, মাদারীপুর
০৯:০১ পিএম, ২৬ ফেব্রুয়ারি, ২০২৪
শিক্ষা সফরে স্কুলছাত্রদের সঙ্গে শিক্ষকের মদ্যপান

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টিকটকে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, শিক্ষক ও শিক্ষার্থীরা একত্রে মদ্যপান করছেন। বিদেশি মদের বোতল থেকে শিক্ষককে মদ ঢেলে দিচ্ছেন শিক্ষার্থী। শিক্ষক ও শিক্ষার্থীরা একসঙ্গে মদ্যপান করে আনন্দ উল্লাস করছে।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) মাদারীপুরের শিবচর উপজেলার বন্দরখোলা ইউনিয়নের শিকদার হাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষা সফরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, শনিবার নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিক্ষা সফরে যান বিদ্যালয়ের ১৬ জন শিক্ষক-শিক্ষিকা ও ৪১ জন শিক্ষার্থী, তাদের সঙ্গে কোন অভিভাবক ছিল না। শিক্ষা সফর থেকে এলাকায় ফেরার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীদের মদ্যপানের ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে বিদ্যালয়ের শিক্ষক মো. ওয়ালিদ মদের বোতল হাতে নিয়ে মদ ঢালছেন এবং শিক্ষার্থীদের হাতে মদের বোতল দিচ্ছেন। এমন ভিডিও দেখে অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন বলেন, আমি ঢাকা থেকে শিক্ষা সফরে যোগ দিয়েছি। এর আগে বাসের মধ্যে কী হয়েছে তা আমি জানি না। আমি বাসে ওঠার পর এমন কোনো ঘটনা ঘটেনি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার মাকসুদুর রহমান মুঠোফোনে বলেন, বিষয়টি আমারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে ব্যবস্থা নেবো।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, বিষয়টি অগ্রহণযোগ্য। এটা নিয়ে তদন্ত কমিটি করে দেবো। যদি শিক্ষকরা এর সঙ্গে জড়িত থাকে, তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


একুশে সংবাদ/আ.ট.প্র/জাহা

Link copied!