AB Bank
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তিতাসে স্থানীয় সম্পদ আহরণ ও বাজেট ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্স উদ্বোধন


Ekushey Sangbad
সাকিব হোসেইন, তিতাস, কুমিল্লা
০২:৫৬ পিএম, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪
তিতাসে স্থানীয় সম্পদ আহরণ ও বাজেট ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্স উদ্বোধন

কুমিল্লার তিতাসে দুদিনব্যাপী স্থানীয় সম্পদ আহরণ ও বাজেট ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্স শুরু করা হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি)‍‍`র আয়োজনে ও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে দুদিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়।

প্রশিক্ষণে উপজেলা পর্যায়ের সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সচিব, হিসাব সহকারী ও সদস্যগণ অংশগ্রহণ করেন।

প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হাসান, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের উপপরিচালক মোছা: জেসমিন নাহার, সহকারী কমিশনার (ভূমি) আশিকুর রহমান, প্রকৌশলী শাহিদুল ইসলাম, জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী জুনায়েদ ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা সেতারুজ্জামান প্রমুখ।

মঙ্গলবার ও বুধবার দুদিনব্যাপী এ প্রশিক্ষণে স্থানীয় সম্পদ আহরণের মাধ্যমে ইউনিয়ন পরিষদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি করে নিজস্ব সম্পদ হতে উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন, স্থানীয় সম্পদ ও এর উৎস চিহ্নিত করা, আয়ের উৎসসমূহ হতে নিয়মানুযায়ী আয় করে তহবিল সংগ্রহে অনুপ্রাণিত করা, টেকসই উন্নয়ন এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্থানীয় সম্পদ আহরণের সম্পর্কিত ধারণা প্রদান করা হচ্ছে।


একুশে সংবাদ/সা.হ.প্র/জাহা
 

Link copied!