"স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার" এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার দাউদকান্দিতে এক আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ ফ্রেব্রয়ারি) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসন হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আরাফাতুল আলম।
এসময় সভায় বক্তারা স্মার্ট স্থানীয় সরকারের উপর গুরুত্বারোপ করেন। তারা অভিমত প্রকাশ করেন, সরকারের অঙ্গীকার স্মার্ট দেশ হতে হলে আগে মানুষকে স্মার্ট হতে হবে। স্মার্ট ধারণা দেশব্যাপী ছড়াতে হলে প্রথমেই প্রতিটি ইউনিয়নকে স্মার্ট ভাবে গড়ে তুলতে হবে। তারা আরও বলেন, দেশকে স্মার্ট হতে হলে, স্থানীয় সরকারকে তৃনমুল পর্যন্ত টেকসই উন্নয়ন করার কোনো বিকল্প নেই।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা তাদের স্ব-স্ব দপ্তরের নানা কর্মকান্ড তুলে ধরেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দাউদকান্দি পৌরমেয়র নাইম ইউসুফ সেইন, উপজেলা ইন্জিনিয়ার স্নেহাল রায়, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের প্রকৌশলী তারেকুল ইসলাম, জিংলাতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন, গৌরীপুর ইউনিয়নের চেয়ারম্যান নোমান মিয়া, সদর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান শাহিন, গোয়ালমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মান্নান প্রধান, পৌর প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিবসহ প্রশাসনের বিভিন্ন দপ্তর এর কর্মকর্তা পৌর কাউন্সিলরসহ আরো অনেকে।
একুশে সংবাদ/ক.আ.প্র/জাহা
আপনার মতামত লিখুন :