হাটহাজারীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে ডায়াগনস্টিক সেন্টার ও ডেন্টাল কেয়ার কে মোট দেড় লক্ষ টাকা অর্থদন্ড করা হয়েছে।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ভ্রাম্যশণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম মশিউজ্জামান এর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
জানা যায়, পৌরসদরস্থ হাটহাজারী বাজারের "ফেয়ার বেল ডায়াগনস্টিক কমপ্লেক্স" এ মেয়াদ উত্তীর্ণ সরঞ্জাম ও অন্যান্য অব্যবস্থাপনা এর কারণে পঞ্চাশ হাজার টাকা এবং এস ডেন্টাল কেয়ারের বিজয় কুমার দে কে ভুল পদবী ব্যবহার করে ডেন্টাল কার্যক্রম চালানোর অপরাধে এক লক্ষ টাকা জরিমানা করে তা ডিসিআরের মাধ্যমে তা আদায় করা হয় । অভিযান পরিচালনার সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রশ্মি চাকমা ও আইন শৃংখলা বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অভিযানের সত্যতা নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম মশিউজ্জামান মঙ্গলবার বিকালের দিকে জানান, জনস্বার্থ এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/আ.ন.প্র/জাহা
আপনার মতামত লিখুন :