বরগুনার আমতলীতে গাছে গাছে শোভা পাচ্ছে সোনালী রঙের আমের মুকুল। এলাকার ছোট—বড় সকল গাছে ঝুলছে থোকা থোকা আমের মুকুল। এতে বেড়েছে ভ্রমরের আনাগোনা। মুকুলের মৌ মৌ গন্ধে মুখরিত হয়ে উঠেছে এলাকার বাতাস।
আমতলী উপজেলার গ্রামগুলো ঘুরে দেখা যায় বাড়ির আঙিনা পুকুরপাড় বাগানসহ সকল আম গাছ মুকুলে ঝেঁকে পড়েছে। স্থানীয় দেশি জাতসহ হিমসাগর, গোবিন্দ ভোগ, আমপ্রলি, ফজলি, লতাই, ন্যাংড়াসহ নানা জাতের আম গাছে এসেছে পর্যাপ্ত মুকুল।
আমতলী উপজেলা কৃষি অফিসার মোঃ ঈসা জানান, অধিকাংশ গাছে আমের মুকুল বেরিয়েছে। কৃষকদের কুয়াশা ও পোকা—মাকোড় থেকে গুটি রক্ষায় আম চাষী ও বাগান মালিকদের ছত্রাক নাশক প্রয়োগসহ নানা পরামর্শ প্রদান করা হচ্ছে। এবার আবহাওয়া অনুকূল থাকায় আম গাছে আগাম মুকুল এসেছে।
একুশে সংবাদ/সা.খ.প্র/জাহা
আপনার মতামত লিখুন :