নীলফামারীর ডোমারে লাইসেন্স ও নিবন্ধন না থাকায় অভিযান চালিয়ে ৪টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা করেছে স্বাস্থ্য বিভাগ।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এ অভিযান পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রায়হান বারী।
অভিযান সূত্রে জানা গেছে, স্বাস্থ্য বিভাগের নির্দেশনা অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়। পরে ডোমার পৌর এলাকার আনছার আলী ডায়াগনস্টিক সেন্টার, স্কয়ার ডায়াগনস্টিক সেন্টার, ট্রাস্ট ডায়াগনস্টিক সেন্টার এবং বোড়াগাড়ীর নিউ লাইফ ডায়াগনস্টিক সেন্টারের নিবন্ধন ও লাইসেন্স না থাকায় তাদের সকল কার্যক্রম সাময়িক বন্ধ করা হয়েছে।
এ বিষয়ে ডোমার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রায়হান বারী জানান, মন্ত্রনালয় কর্তৃক শর্ত পূরণে উপজেলার সকল ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকগুলোকে লিখিত চিঠি দিয়ে আগামী ৭দিনের মধ্যে তা পুরন করতে নির্দেশনা দেয়া হয়েছে। স্বাস্থ্য সেবায় জনগনের আস্থা বাড়ানো এবং অবৈধ ক্লিনিক, ব্লাড ব্যাংক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো বন্ধে সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রনালয় ১০টি শর্ত আরোপ করে। এই অভিযান তারই অংশ।
একুশে সংবাদ/র.ই.প্র/জাহা
আপনার মতামত লিখুন :