পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল আব্দুস সালাম এমপি’র নির্দেশে দীর্ঘদিনের যানজট নিরসনে ময়মনসিংহের নান্দাইলে উচ্ছেদ করা হচ্ছে রাস্তার দুপাশে থাকা অবৈধ স্থাপনা।ইতিমধ্যে কানারামপুর নামক স্থানে সড়ক ও জনপথের সরকারি জায়গায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এতে সরকারের ৯০ শতক সম্পত্তি উদ্ধার করা হয়।
উক্ত স্থানে বিভিন্ন অবৈধ স্থাপনা নির্মাণসহ বাজার বসিয়ে স্থানীয় লোকজন সুবিধা ভোগ করে আসছিল। ফলে যানজট সৃষ্টির কারণে ভোগান্তির স্বীকার হতো যানবাহন চালক ও যাত্রী সাধারণ।
এছাড়া নান্দাইল বাজার ও নান্দাইল চৌরাস্তায় রাস্তার পাশে গড়ে উঠা দোকানপাট সরিয়ে দেওয়া হয়।
এ বিষয়ে যানবাহন চালক ও যাত্রী সাধারণগণসহ এলাকার সুশীল সমাজ পরিকল্পনা মন্ত্রীকে ধন্যবাদ জানান।
নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পাল,নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো.আব্দুল মজিদ অবৈধ স্থাপনা উচ্ছেদে নেতৃত্ব দিচ্ছেন।
নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পাল বলেন,মন্ত্রী মহোদয়ের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে অবৈধ স্থাপনা সরিয়ে দেওয়া হচ্ছে। আশা করছি অবৈধ স্থাপনা সরিয়ে দেওয়ার ফলে যানজটের সৃষ্টি হবেনা।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :