ফরিদপুরের বোয়ালমারী উপজেলার মাঝকান্দি-ভাটিয়াপাড়া সড়কের বনমালীপুর এলাকায় পিকআপের সাথে সংঘর্ষে মোটারসাইকেল আরোহী চাচা-ভাতিজা মারা গেছেন। মঙ্গলবার (৫ মার্চ) সকালে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ময়না ইউনিয়নের আটখোলা চরের মো. ইমরান (৩১) ও মো. নাঈম (২৮)। তারা আপন চাচা-ভাতিজা।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, সকালে ঢাকা যাওয়ার পথে বোয়ালমারী উপজেলার বনমালীপুর এলাকার বিননাহরি বিল্লাল শেখের বাড়ির সামনে মাছ ভর্তি একটি পিকআপের সাথে সংঘর্ষে মোটরসাইকেল থাকা দুজন নিহত হন। তারা সম্পর্কে চাচা-ভাতিজা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে বোয়ালমারী থানায় নিয়ে এসেছে। নিদিষ্ট কাজ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
একুশে সংবাদ/সা.আ
আপনার মতামত লিখুন :