ফরিদপুরের বোয়ালমারীতে দুটি চোরাই মোটরসাইকেল ও চোর চক্রের দুই সদস্যকে থানা পুলিশ আটক করেছে। আটকদের মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। থানা সূত্রে জানা যায়, উপজেলার ছোট কামারগ্রামের বাসিন্দা খান জাহিদুর রহমান নামে এক ব্যবসায়ীর গত বছরের ২০ ডিসেম্বর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতর থেকে একটি ডিসকভার মোটরসাইকেল চুরি হয়ে যায়।
বোয়ালমারী থানায় অজ্ঞাত ভাবে গাড়ি চুরির একটি লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। সে লিখিত অভিযোগের পরেই পুলিশ অভিযানে নেমে পরে। সি সি ফুটেজ দেখে চোর সনাক্ত করেন পুলিশের উপপরিদর্শ মামুন ইসলাম। পরে চোর চক্রদের ধরতে পুলিশ অভিযান পরিচালনা শুরু করা হয়।
সোমবার (৪ মার্চ) রাতে মোবাইল ট্রাকিং করে উপপরিদর্শ মামুন ইসলাম তার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মাদারীপুর থেকে সিরাজ ওরফে মিরাজ নামে এক চোরকে আটক করা হয়। তার জবান বন্দি নিয়ে গোপালগঞ্জের গোবিনাথপুর গ্রামে অভিযান চালিয়ে দুটি চোরাই মোটরসাইকেল ও আরেক চোর আজিবুর চৌধুরীকে আটক করেন মামুন ইসলাম।
পুলিশের উপপরিদর্শক মামুন ইসলাম বলেন, মোটরসাইকেল মালিক জাহিদুর রহমান থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নম্বার ৭। মামলার সূত্রে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আরেকটি মোটরসাইকেল মালিকের সন্ধান পাওয়া গিয়েছে। তার বাড়ি সম্ভবত কাশিয়ানী থানায়। তথ্য প্রমাণ পেলে মোটরসাইকেল হস্তান্তর করা হবে।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, চোর চক্রের দুই সদস্যকে আটক করে দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। আসামিদের মঙ্গলবার (৫ মার্চ) ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
একুশে সংবাদ/স.চ.জে/সা.আ
আপনার মতামত লিখুন :