উন্নত পল্লী উন্নত দেশ, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ- এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুরের কাউখালী উপজেলার বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কর্তৃক আয়োজিত দিনব্যাপী দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো)—২য় পর্যায়ে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ ও চেক প্রদান অনুষ্ঠিত ।
উপজেলার কেউন্দিয়া শহীদ স্মৃতি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে আজ বুধবার সকালে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নূরুজ্জামান হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) পিরোজপুর জেলার উপ—পরিচালক বি, এম কামরুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা পল্লী উন্নয়ন
কর্মকর্তা অমিত কুমার সরকার, সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা নুসরাত নওশীন সুবর্ণা প্রমুখ।
অনুষ্ঠান শেষে শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ এবং ৭জন কিশোরী মেয়ে ১৮ পূর্ণ হওয়ার কারণে তাদের নিজস্ব সঞ্চয় ও সরকারি প্রণোদনার টাকার চেক প্রদান করেন।
অনুষ্ঠান সঞ্চালনের দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের শিক্ষক মোঃ মিজানুর রহমান।
একুশে সংবাদ/ম.দ.প্র/জাহা
আপনার মতামত লিখুন :