গাজীপুরের কালীগঞ্জে কেন্দ্রীয় পাঠাগার প্রাঙ্গণে দুইদিন ব্যাপী অমর একুশের বইমেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বই মেলায় ‘বই পড়া ও বুক রিভিউ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বুধবার (৬ মার্চ) সকালে বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আজিজুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর-ই-জান্নাত।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. বেলাল হোসেন সরকার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফারজানা তাসলিম, সমবায় কর্মকর্তা মো. শাহাদৎ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. জহির, উপজেলা সাব-রেজিষ্ট্রার মো. জাহিদুর রহমানসহ স্কুল কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও গণমাধ্যমকর্মীবৃন্দ।
অনুষ্ঠানে পাঠকদের মাঝ থেকে বক্তব্য রাখেন আজিজুর রহমান, বাপুস কালিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ অন্যান্য অতিথিবৃন্দ।
এবারের অমর একুশে বইমেলায় ১৯টি স্টল নিয়ে মেলা আয়োজন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সকলকে বই পড়ায় উদ্বুদ্ধকরণের ক্ষেত্রে অনুরোধ করেন এবং সবাই যেন মেলায় এসে বই পড়েন, ক্রয় করেন ও বইয়ের ঘ্রাণ নেন।
একুশে সংবাদ/মো.ও.উ/সা.আ
আপনার মতামত লিখুন :