ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সদরে অবৈধভাবে গ্যাস সংযোগ পাইপলাইন অপসারণের লক্ষ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাসরিন সুলতানার নেতৃত্বে অভিযান চালানো হয়।
বুধবার দুপুরে সরাইল থানা পুলিশ ও বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানীর সহযোগীতায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ ও পাইপলাইন অপসারণের জন্য মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
উপজেলার সদর ইউনিয়নের হালুয়াপাড়া এবং দক্ষিণ আড়িফাইল গ্রামের প্রায় ৫৯ টি পরিবারের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়াও গৃহস্থালি সংযোগ হতে অবৈধভাবে বাণিজ্যিক কাজে গ্যাস ব্যবহারের জন্য একজনকে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এসময় প্রায় ১হাজার ৫শত ৫০ ফুট অবৈধ গ্যাস লাইন উচ্ছেদ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাসরিন সুলতানা বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :