বঙ্গবন্ধুর সোনার দেশ স্মার্ট পাট শিল্পের বাংলাদেশ` এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুর জাতীয় পার্ট দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ মার্চ) সকাল দশটায় ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে ফরিদপুর জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের উদ্যোগে একটি র্যালি শহর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াসিন কবীর এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা কৃষি অধিদপ্তরের পরিচালক, রেজাউল ইসলাম, ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, জেলার ট্রাফিক ইন্সপেক্টর তুহিন লস্কর, জেলা পাট অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম আসজাদ সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
বক্তারা আগামীতে পাটজাত পণ্যের ব্যবহার বৃদ্ধি ও উন্নত মানের পাট চাষের মাধ্যমে পাট শিল্প উন্নতিকরণের লক্ষ্যে পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
একুশে সংবাদ/স.চ.প্র/জাহা
আপনার মতামত লিখুন :