ঐতিহাসিক ৭ মার্চ যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে নাটোরের লালপুরে পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও পাইকপাড়া উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে লাঠি খেলা, ক্রিড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ৭ মার্চ উপজেলার পাইকপাড়া উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল হান্নান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইসাহক আলী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ওয়াজেদ আলী মৃধা, একাডেমিক সুপারভাইজার সাদ আহমেদ শিবলী, উপজেলা আওয়ামীলীগের একাংশের সহ-সভাপতি আনিছুর রহমান, আজিজুল আলম মক্কেল, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক প্রভাষক মোঃ মোয়াজ্জেম হোসেন, প্রধান শিক্ষক জলি আখতার প্রমূখ।
অন্য দিকে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে লালপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত আমান আজিজ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইসাহক আলী, ভাইস চেয়ারম্যান মোঃ মনোয়ার হোসেন মনি, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাছিম আহমেদ, গোপালপুর পৌর মেয়র রোকসানা মোর্তজা লিলি, অধ্যাপক মোঃ আমজাদ হোসেন, মৎস্য কর্মকর্তা মোঃ নাজিম উদ্দীন প্রমূখ।
এর আগে দিবসটি উপলক্ষে সকালে লালপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন ও লালপুর উপজেলা চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :