“দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, স্মার্ট সোনার বাংলা গড়ব”- প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের সদরপুর উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১০ মার্চ) উপজেলা প্রশাসন দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে দিবসটি উপলক্ষে একটি র্যালী বের হয়। পরে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মোরাদ আলী’র সভাপতিত্বে আলোচনা সভা শেষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের ঘটনায় মোকাবেলার কয়েকটি জরুরী মহড়া অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রকল্প কর্মকর্তা আবু এহসান মিয়ার সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ওমর ফয়সাল, উপজেলা কৃষি কর্মকর্তা নিটুল রায়, মৎস্য কর্মকর্তা এস এম জাহাঙ্গীর হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ জামসেদ আহম্মেদ, সহকারী মাধ্যমিক কর্মকর্তা মোঃ মোফাজ্জেল হোসেন, সদরপুর ফয়ার সার্ভিস ষ্টেশন কর্মকর্তা মোঃ ইলিয়াস হোসেন, উপজেলা প্রেসক্লাব সভাপতি মোঃ সাব্বির হাসানসহ বিভিন্ন দপ্তরের ব্যক্তিরা।
দিবসে সদরপুর ফায়ার সার্ভিসের উদ্যোগে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের ঘটনায় মোকাবেলার কয়েকটি জরুরী মহড়ার আয়োজন করা হয়।
একুশে সংবাদ/র.জ.প্র/জাহা
আপনার মতামত লিখুন :