কোটচাঁদপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। রবিবার এ উপলক্ষে আলোচনা সভা, র্যালী ও দুর্যোগ প্রস্তুতিমূলক মহড়া করা হয়। দিবসটি পালন সকালে কোটচাঁদপুর উপজেলা চত্বর থেকে র্যালী বের হয়। র্যালীটি শহরের বিশেষ বিশেষ সড়ক প্রদক্ষিণ করেন।
পরে এলাঙ্গী মফেজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে দুর্যোগ প্রস্তুতিমূলক মহড়া অনুষ্ঠিত হয়। মহড়া পরিচালনা করেন কোটচাঁদপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার আক্কাস আলী।
এ সময় ফায়ার সার্ভিস সদস্যরা দুর্যোগ প্রস্তুতির বিভিন্ন মহড়া প্রদর্শন করেন। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উছেন মে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান মোছাঃ শরিফুননেসা মিকি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম, কৃষি কর্মকর্তা রাজিবুল ইসলাম।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :