‘দুর্যোগ প্রস্তুতি লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর পলাশে জাতীয় দুর্যোগ প্রস্তুুতি দিবস পালন করা হয়েছে। দিবসটিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। রোববার (১০ মার্চ) সকালে এ উপলক্ষে উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি পলাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা শহীদ মিনার মাঠে এসে শেষ হয়।
পরে মাঠে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক এক মহড়া প্রদর্শণ করা হয়। এ সময় শিক্ষক, শিক্ষার্থী, পলাশ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় শিক্ষানুরাগীদের উপস্থিতিতে পলাশ ফায়ার সার্ভিসের কর্মীরা ভূমিকম্প ও অগ্নিনির্বাপণ মহড়ায় অংশগ্রহণ করে।
মহড়া শেষে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ এইচ এম ফখরুল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।
এ সময় আরও বক্তব্য রাখেন পলাশ উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা কাউছার আলম সরকার ও উপজেলা মৎস কর্মকর্তা শফিকুল ইসলাম প্রমুখ।
একুশে সংবাদ/সা.হো.উ/সা.আ
আপনার মতামত লিখুন :