নারায়ণগঞ্জের বন্দর থেকে অভিনব কায়দায় মাদক দ্রব্য গাঁজা পরিবহনকালে ৪ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। এ সময় তাদের থেকে ২৪ কেজি গাঁজা জব্দ করা হয়।
মঙ্গলবার (১২ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ কোম্পানি কমান্ডার মেজর অনাবিল ইমাম। এর আগে বন্দরের মদনপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে র্যাব।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মো. নাছির, মো. সুমন, শাকিল মিয়া, ও সালাউদ্দীন।
গ্রেপ্তারকৃতরা এই পিকআপে ভাঙ্গারি মালামাল ভর্তি বস্তা বোঝাই অবস্থায় অভিনব কায়দায় ওই বস্তার নীচে করে অবৈধ মাদকদ্রব্য গাঁজা পরিবহন করছিলো।
র্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা মাদকদ্রব্যের বড় আকারের চালান সংগ্রহ করে দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অভিনব কৌশলে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশেপাশের জেলায় বহন ও সরবরাহ করতো। জেলার বন্দর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় ২৪ কেজি গাঁজা জব্দ সহ মাদক পরিবহনের কাজে ব্যবহৃত পিকআপ জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে জলার বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানায় র্যাব।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :