ফরিদপুরে অতিরিক্ত মূল্যে মাংস বিক্রি ও নানা অনিয়মের অভিযোগে ৩ ব্যাবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৩ মার্চ) বেলা ১২টার দিকে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বীপজন মিত্রের নেতৃত্বে শহরের হাজী শরিয়তউল্লাহ মাংসের বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে অতিরিক্ত মূল্যে মাংস বিক্রি, মাংসের যথাযথ মূল্য প্রদর্শন না করাসহ নানা অপরাধে দুটি মাংসের দোকান ও পোল্ট্রি ফার্মের মালিককে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে প্রত্যেক মাংস ব্যবসায়ীকে বেশি দামে মাংস বিক্রি না করার জন্যও সতর্ক করা হয়।
অভিযানে জেলার সিনিয়র বাজার বিপণন কর্মকর্তা মো: শাহাদাত হোসেন, সেনেটারি ইন্সপেক্টর বজলুর রশিদ খানসহ বাজারের ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/স.চ.প্র/জাহা
আপনার মতামত লিখুন :