পিরোজপুরের কাউখালী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে উপজেলার সদর ইউনিয়নের কচুয়াকাটি আশ্রয়ন ও আমড়াজুড়ি ইউনিয়নের কুমিয়ান আশ্রায়ন এলাকায় আলাদা আলাদাভাবে দুইটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টিবাগান স্থাপন প্রকল্পের আওতায় বসতবাড়িতে বাগান স্থাপন প্রকল্পের আওতায় বসতবাড়িতে নিরাপদ সবজি উৎপাদন সম্পর্কিত এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা কৃষি কর্মকর্তা সোমা দাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাংবাদিক ফোরামের সভাপতি হাফেজ মাসুম বিল্লাহ।
আলাদা আলাদাভাবে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা পবিত্র কুমার রায় ও স্বপন কুমার সরকার। আলোচনা শেষে আবাসনে বসবাসকারীদের মাঝে পুষ্টি প্লেট, পুষ্টি কার্ড, সবজি বীজ ও গাছের চারা বিতরণ করা হয়।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :