সচেতনতা মূলক বাজার মনিটরিং অভিযান চালিয়েছেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উছেন মে। বৃহস্পতিবার সকালে কোটচাঁদপুর পৌর শহরের এ অভিযান চালান তিনি।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়,রমজান মাস শুরুর পর থেকে বাজারে বেশ কয়েকটি পন্য চড়া দামে বিক্রির অভিযোগ ছিল। এরপেক্ষিতে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে কোটচাঁদপুর পৌর শহরে সচেতনতা মূলক অভিযান করা হয়। অভিযান পরিচালনা করেন, কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উছেন মে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার,কৃষি কর্মকর্তা রাজিবুল ইসলাম,খাদ্য নিয়ন্ত্রক জাকির হোসেন। এ ছাড়া অভিযানে ছিলেন কোটচাঁদপুর থানার উপপরিদর্শক এসআই মাসুদ মিয়া ও পুলিশ সদস্য।
এ সময় ওই দলটি কোটচাঁদপুর পৌর শহরের মাংস বাজার,চাল বাজার,কাঁচা বাজার ও মাছ বাজারে অভিযান চালান। অভিযানে মুরগী বাজারের এক দোকানিকে জরিমানা করলেও অন্যান্য দোকানীদেরকে সচেতন করা হয়।
এরপরও সংশোধন না হলে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :