শুরু হয়েছে পবিত্র রমজান মাস। পবিত্র এই মাসের প্রথম জুমার নামাজে পাবনার ভাঙ্গুড়া উপজেলায় প্রতিটি মসজিদে নেমেছিল মুসল্লিদের ঢল।
শুক্রবার (১৫ মার্চ) জুমার নামাজের সময় ভাঙ্গুড়া উপজেলা মডেল মসজিদ, সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজ জামে মসজিদ, সরদার পাড়া জামে মসজিদ, ভাঙ্গুড়া কেন্দ্রীয় জামে মসজিদসহ বিভিন্ন মসজিদ ঘুরে এমন দৃশ্য দেখা যায়।
প্রখর রোদ উপেক্ষা করে বিভিন্ন মসজিদের সামনে রাস্তায় দাঁড়িয়ে নামাজ পড়তে দেখা গেছে শত শত মুসল্লিকে। প্রথম জুমার মোনাজাতে বিশ্বজুড়ে মুসলিম উম্মাহর শান্তি কামনা করা হয়।
নামাজের শুরুতে বিভিন্ন মসজিদের ইমামগণ খুতবায় রমজানের আমলের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। নামাজের পাশাপাশি যাকাত আদায়ের গুরুত্ব ও কারা যাকাতের প্রথম হকদার তা তুলে ধরেন।
জুমার নামাজের পর মোনাজাতে কান্নায় মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন মুসল্লিরা। পুরো রমজান মাস নেক আমল ও হালাল উপার্জন করার জন্য দোয়া করেন। মাহে রমজানের পবিত্রতা রক্ষা করতে আল্লাহর কুদরতি রহমতের জন্য দোয়া করেন। এ সময় দোয়ায় রমজানকে স্বাগত জানানো হয় মোনাজাতে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :