জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বাগেরহাটের শরণখোলায় বর্ণাঢ্য রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ মার্চ রবিবার সকালে উপজেলা প্রশাসন চত্বরে জাতির জনকের প্রতিকৃতিতে সর্বসাধারণের পুস্প স্তবক অর্পণ শেষে বর্ণাঢ্য রেলী শুরু হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, শরণখোলা থানার অফিসার ইনচার্জ এএইচ এম কামরুজ্জামান খাঁন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল হোসেন মুক্তা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মিলন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এমএ খালেক খান, কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার, সাউথখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরান হোসেন রাজিব, বীর মুক্তিযোদ্ধা আবু জাফর জব্বার।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ প্রিয় গোপাল বিশ্বাস, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আশফাক হোসেন, অফিসার ইনচার্জ (তদন্ত) রাধেশ্যাম সরকার, শরণখোলা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিনিয়র প্রভাষক আঃ মালেক রেজা, প্রকল্প কর্মকর্তা মোঃ আমিরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয় কর্মকর্তা মোঃ আব্দুল হাই, উপজেলা পল্লী বিদ্যুতায়ন বোর্ড শরণখোলা শাখার এজিএম মোঃ রাসেল শরীফ, উপজেলা আইসিটি অফিসার মোঃ মাসুদ রানা। এছাড়া শিক্ষক, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ ছাত্রীরা এসময় উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :