প্রচণ্ড রোদে তাপের কারণে রেললাইন বেঁকে গিয়ে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের তেজের বাজার এলাকায় বিজয় এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সাময়িক বন্ধ হয়ে যায়। এতে ট্রেনের ১০ যাত্রী আহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
রোববার (১৭ মার্চ) দুপুর ২টার দিকে কুমিল্লার নাঙ্গলকোটে চট্টগ্রাম থেকে জামালপুর যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম বিভাগ রেলওয়ের ব্যবস্থাপক সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘তাপের কারণে রেল লাইন বেঁকে গিয়েছিল, যা আমরা খেয়াল করি নাই। তাপে রেল লাইন বেঁকে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। ৯ বগি লাইনচ্যুত হয়েছে। আজ ট্রেন চলাচল স্বাভাবিক নাও হতে পারে। আমরা চেষ্টা করছি দ্রুত উদ্ধারের। এখনও হতাহতের খবর পাওয়া যায়নি।’
ট্রেনের এক যাত্রী জানান, ‘চলন্ত অবস্থায় হঠাৎ করে ট্রেনের বগিগুলো একে একে কাত হয়ে পড়ে যায়। আমরা চিত্কার করতে থাকি। একপর্যায়ে ট্রেন থেমে যায়। প্রতক্ষ্যদর্শীরা জানায়, দুর্ঘটনার পর ট্রেনটির কয়েকটি বগি লাইন থেকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে।
রেলওয়ে কুমিল্লা বিভাগীয় উর্ধ্বতন প্রকৌশলী লিয়াকত আলী মজুমদার জানান, অতিরিক্ত তাপে রেল লাইন বেঁকে গিয়ে এ দুর্ঘটনা ঘটতে পারে। তবে ট্রেনের অতিরিক্ত গতি ছিল না, কারণ সামনেই স্টেশন ছিল।
লাকসাম রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ উল্ল্যাহ বাহার জানান, ঘটনার পর থেকে আপলাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ডাউন লাইনে ট্রেন চলাচল করবে। ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত পরে জানাতে পারব।
একুশে সংবাদ/স.চ.প্র/জাহা
আপনার মতামত লিখুন :