AB Bank
ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, ২৪ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তানোরে অবৈধ যানবাহনে বাড়ছে সড়ক দুর্ঘটনা


Ekushey Sangbad
সারোয়ার হোসেন, তানোর, রাজশাহী
০৪:৫৩ পিএম, ১৭ মার্চ, ২০২৪
তানোরে অবৈধ যানবাহনে বাড়ছে সড়ক দুর্ঘটনা

রাজশাহীর তানোরে পাড়া মহল্লা থেকে শুরু করে মেইন রাস্তা দিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন অবৈধ যানবাহন ট্রাকটার(কাঁকড়া) গাড়ি। ফলে অবৈধ যানবাহনের দাপটে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় সড়ক দুর্ঘটনা। আর যানজট তো আছেই। বিশেষ করে আলু মৌসুম হওয়ায় আলুর ভাড়া মারতে গিয়ে বেপরোয়া গতিতে গাড়ি চালাতে গিয়ে ঘটছে এসব ছোট বড় সড়ক দূর্ঘটনা ঘটছে।

 

সম্প্রতি তানোরে এক সপ্তাহের ব্যবধানে প্রায় ১৫ থেকে ২০ টির মতো সড়ক দুর্ঘটনা ঘটেছে। তবে নিহত না হলেও সকলেই গুরুতর জখম হয়ে বিভিন্ন হাসপাতালে মৃত্যুর সাথে দিন কাটাচ্ছেন। যার জন্য রাস্তায় চলাচল করায় চরম দায় হয়ে পড়েছে জনসাধারণের মধ্যে। ছেলে মেয়েকে স্কুল কলেজে পাঠিয়ে ব্যাপক টেনশনের মধ্যে থাকতে হচ্ছে অভিভাবকদের কে। তার পরেও যেন অবৈধ যানবাহনের বিরুদ্ধে প্রশাসনের ব্যবস্থা গ্রহনের কোন তদারকি নেই।

ফলে আরো বেপরোয়া হয়ে উঠেছে অবৈধ যানবাহনের দাপট। বিশেষ করে উপজেলার মাদারীপুর বাজার থেকে কালিগঞ্জ মদিনা কোল্ড স্টোরেজ পর্যন্ত লেগেই থাকছে ব্যাপক যানজট। আর এই যানজটের কবলে পড়ে জনসাধারণ কে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। ১০মিনিটের রাস্তা পার হতে সময় লাগছে ১থেকে দেড় ঘন্টার মতো। এতে করে বিকল্প কোন রাস্তা না থাকায় বাধ্য হয়ে ঘন্টার পর ঘন্টা যানজটের কবলে পড়ে থাকতে হচ্ছে পথচারীদের।

বেশকিছু পথচারীরা জানান,তানোরের রাস্তা একেবারে সরু তার পরেও ট্রাকটার,ভুটভুটির বেপরোয়া গতিতে চলাচল। নেই কোন যানজট নিরসনে ট্রাফিকের ব্যবস্থা। যার জন্য নিয়মনীতির তোয়াক্কা না করে চলাচল করছে অবৈধ যানবাহন। এসব যানবাহন নিয়ন্ত্রণ করতে জরুরী ভাবে ট্রাফিক পুলিশের ব্যবস্থা করা দরকার। তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিম জানান, বিভিন্ন জনবহুল মোড়ে যানজট নিরসনে পুলিশ পাঠিয়ে যানজট নিরসন করা হচ্ছে। 
 

একুশে সংবাদ/এনএস

Link copied!