কিশোরগঞ্জের হোসেনপুরে নামাজরত অবস্থায় আব্দুর রাশিদ(৬৫) নামে এক মুসুল্লির মৃত্যু হয়েছে। রোববার (১৭ মার্চ) রাতে উপজেলার সুরাটি মাদ্রাসা মসজিদে এশার নামাজ পড়া অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
মৃত আব্দুর রাশিদ ডিলার উপজেলার সিদলা ইউনিয়নের সুরাটি গ্রামের মৃত হাসেন আলীর ছেলে। তিনি মৃত্যুকালে স্ত্রী, ৩ ছেলে,২ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। তিনি সুরাটি বাজারের একজন ব্যবসায়ী ছিলেন।
মৃত আব্দুর রাশিদ ডিলারের বড় মেয়ের জামাতা রেনু মিয়া জানান,আমার শ্বশুর রোজাদার ছিলেন।রাতে সুরাটি মাদ্রাসা মসজিদে এশার নামাজ পড়তে যান। দুই রাকাত ফরজ নামাজ পড়ার পর নামাজরত অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
আজ সোমবার (১৮মার্চ) দুপুর আড়াইটায় নিজ বাড়িতে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
স্থানীয় সিদলা ইউপি চেয়ারম্যান মো.কামরুজ্জামান কাঞ্চন বিষয়টি নিশ্চিত করে বলেন,আব্দুর রাশিদ ডিলার এশার নামাজ পড়া অবস্থায় মৃত্যুবরণ করেছেন।উনি খুব ভালো মানুষ ছিলেন। দুপুরে রাশিদ চাচার জানাজায় অংশগ্রহণ করবো।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :