জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট এনজিও সংস্থা আশা বাদাঘাট স্বাস্থ্যসেবা কেন্দ্রে শতাধিক অসহায় ও নারী রোগিদের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল ১১টায় আশা বাদাঘাট স্বাস্থ্যসেবা কেন্দ্রে ফ্রি চিকিৎসাসেবা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আশা বাদাঘাট আঞ্চলিক কার্যালয়ের রিজিওনার ম্যানেজার সুজিত কুমার দাসের সভাপতিত্বে ও ক্যাম্প হেলথ সেন্টারের ইনচার্জ ডাঃ মোছাঃ সাদিয়া সুলতানার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,জয়নাল আবেদীন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল আহমদ খান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,বাদাঘাট সরকারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ জুনাব আলী,সংস্থার ব্রাঞ্চ ম্যানেজার মোঃ আবু সাঈদ খান,আলয় চন্দ্র শীল ও মুজিবুর রহমান প্রমুখ। পরে শতাধিক অসহায় নারীপূরুষের মাঝে ফি মেডিকেল সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :