কক্সবাজারে যাত্রী সেজে অটোরিকশার চালককে ‘অপহরণ’ করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে বলে জানিয়েছে অটোরিকশা চালকের পরিবার।
অপহৃত জাহেদ হোসাইন (২৫) উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের গায়ালা মারা এলাকায়। তিনি কক্সবাজারের সদর উপজেলার জিলংজা ইউনিয়নে ভাড়ায় থাকতেন।
জাহেদের বড় ভাই ছৈয়দ হোসাইন বলেন, “বৃহস্পতিবার রাত ৯টার দিকে কলাতলী মোড়ে আমার ভাইয়ের সঙ্গে সবশেষ পরিবারের কথা হয়। পরে তারই মোবাইল থেকে একাধিকবার ফোন করে মুক্তিপণের জন্য পাঁচ লাখ টাকা দাবি করা হচ্ছে। টাকা না দিলে তাকে লাশ হিসেবে দিবে বলে হুমকি দিয়ে যাচ্ছে।”
তিনি বলেন, “জিম্মি হওয়ার পর জাহেদ ফোনে আমাদের জানিয়েছে, স্বামী-স্ত্রী পরিচয়ে এক নারী ও পুরুষ কক্সবাজার শহরের কলাতলী থেকে তার অটোরিকশায় ভাড়া নেন। তারপর তাদের নিয়ে লিংরোড এলাকায় পৌঁছলে চালক জাহেদকে অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যাওয়া হয় গহীন পাহাড়ে। “
ছৈয়দ হোসাইন বলেন, ভাইয়ের চিন্তায় মা অসুস্থ হয়ে পড়ছে বারবার। এখনও কোনো সন্ধান পায়নি। কক্সবাজার সদর থানায় একটি জিডি করেছি।
কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাইসার হামিদ বলেন, “অটোরিকশা চালক নিখোঁজের জিডি পেয়েছি। বিষয়টি নিয়ে আমাদের একজন কর্মকর্তা কাজ করছেন।”
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :