রাজধানী ঢাকার আমিনবাজার এলাকা থেকে চুরি হয়ে যাওয়া আড়াই বছরের শিশু নুসরাতকে উদ্ধার করেছে পুলিশ। এক সপ্তাহ পর শিশুটি আবার মায়ের বুকে ফিরে এলো।
গত ১৬ মার্চ দুপুর থেকে শিশু নুসরাতকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে নুসরাতের বাবা মো. শাহিন মামলা করেন। এর ধারাবাহিকতায় শনিবার (২৩ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাববুব নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি শিশুটির পরিবারের প্রতিবেশী বলে জানা যায়।
আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক হারুন অর রশীদ বলেন, ‘অভিযুক্ত মাহবুব ও ভুক্তভোগী শিশুটির পরিবার পাশাপাশি রুমে ভাড়া থাকতেন। সেই সুবাদে তিনি মাঝেমধ্যে নুসরাতকে তাদের ঘরে গিয়ে আদর করতেন। এরই পরিপ্রেক্ষিতে গত ১৬ মার্চ সুযোগ বুঝে মাহবুব শিশুটিকে কোলে নিয়ে রুম থেকে পালিয়ে যান। পরে কোথাও শিশুসহ তাকে না পেয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন শিশুটির বাবা।’
তিনি আরও বলেন, ‘থানায় অভিযোগ দায়েরের পর থেকেই শিশুটিকে উদ্ধারে তৎপরতা চালাই। পরে গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় চুরি যাওয়া শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করি।’
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :