পবিত্র মাহে রমজান ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পলাশবাড়ীতে খোলা বাজারে সুলভ মুল্যে দুধ ও ডিম বিক্রির কার্যক্রমের শুরু হয়েছে। সেখানে ডিমের ডজন ১শ ও দুধ কেজি ৫০ টাকা দরে বিক্রি করা হয়।
এ সময় খামারিদের মাঝে মিল্কিং মেশিন বিতরণ করেন জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি।
পরে উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হারুন আর রশিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম রফিকুল ইসলাম রিপন, আনোয়ারা বেগম, সহকারী কমিশনার মাহমাদুল হাসান, অফিসার ইনচার্জ আরজু মো. সাজ্জাদ হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন- ডেয়ারি অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল মতিন সরকার, পলাশবাড়ী প্রেস ক্লাবে সভাপতি ফজলুল হক দুদু, রিপোর্টার্স ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম, খামারি সৈয়দ দিন মোহাম্মাদ ডন, শাহারুল ইসলাম, মমিনুল ইসলাম রিপনসহ অন্যান্য খামারিরা।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :