এ পর্যন্ত পালাক্রমে যারা ক্ষমতায় ছিল এবং এখনো আছে তারা ফেল করে গেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।
তিনি বলেন, “পুরো অর্থনীতিতে উল্টো প্রবাহ চলছে। যার জন্য এখন রাজনীতিটা হয়েছে দুর্বৃত্তায়িত, লুটেরাদের হাতে বন্দী। যার জন্য দেশে গণতন্ত্রহীনতার পরিবেশ, সাম্প্রদায়িকতার পরিবেশ এবং বৈষম্যহীন পরিবেশ বিরাজ করছে। এর থেকে উত্তরণ ঘটাতে গেলে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা বাস্তবায়ন করতে হবে। এ পর্যন্ত পালাক্রমে যারা ক্ষমতায় ছিল এবং এখনো আছে তারা ফেল করে গেছে।”
মঙ্গলবার (২৬ মার্চ) সকাল সোয়া নয়টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন সিপিবি সাধারণ সম্পাদক।
রুহিন হোসেন প্রিন্স বলেন, “মুক্তিযুদ্ধের অন্যতম মূলনীতি ছিল গণতান্ত্রিক সমাজ, অসাম্প্রদায়িক সমাজ এবং বৈষম্যমুক্ত সমাজ। এই তিনটি বিষয়েই আমরা এখন পেছনে পড়ে আছি। গণতন্ত্রহীন পরিবেশ, সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে। ৭১ এর ঘাতকদের বিচার সম্পন্ন হয়নি এবং তাদের রাজনীতিও এখনো নিষিদ্ধ হয়নি।”
তিনি বলেন, “বৈষম্য এখন সর্বোচ্চ মাত্রায় পৌঁছেছে। এর থেকে বাংলাদেশকে মুক্ত করতে গেলে পালাক্রমে যারা ক্ষমতায় ছিল তাদের বিপরীতে মুক্তিযুদ্ধের ধারক-বাহক, নীতিনিষ্ঠ রাজনৈতিক শক্তির উত্থান ঘটাতে হবে। এছাড়া বাংলাদেশের মানুষের মুক্তির পথ নেই।”
বাংলাদেশে বিকল্প রাজনৈতিক শক্তির উত্থান ঘটাতে না পারলে দেশ আরও বেশি কর্তৃত্ববাদী শাসনের খপ্পরে পড়ে যেতে পারে উল্লেখ করে তিনি বলেন, “মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে যারাই ক্ষমতায় ছিল, আছে সবাই ফেল করেছে। মুক্তিযুদ্ধটা আমরা করেছিলাম একটি গণতান্ত্রিক অসম্প্রদায়িক, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার জন্য। কিন্তু দেশে এখনো সেসব বিরাজ করছে। এর থেকে উত্তরণ ঘটাতে গেলে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা বাস্তবায়ন করতে হবে। এ পর্যন্ত পালাক্রমে যারা ক্ষমতায় ছিল এবং এখনো আছে তারা ফেল করে গেছে।”
তিনি আরও বলেন, “গণতান্ত্রিক একটি নীতিনিষ্ঠ রাজনৈতিক শক্তির উত্থান ঘটাতে হবে। যারা নীতিনিষ্ঠ রাজনীতি করবে এবং মুক্তিযুদ্ধের স্বপক্ষের রাজনীতি করবে। তার মধ্যে দিয়েই বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঠিক চেতনা প্রবাহ হবে।”
এ সময় তার সঙ্গে সিপিবির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :