মাদারীপুরের ডাসারে "উদ্দীপ্ত প্রজন্ম তরূণ সংঘ (UPTS) এর উদ্যোগে অসহায়, গরিব ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মংগলবার (২৬শে মার্চ) বিকেলে উপজেলার কাজীবাকাই ইউনিয়নের মোল্লার বাজার প্রাঙ্গণে পবিত্র মাহে রমজান উপলক্ষে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
২০টিরও অধিক পরিবারের প্রতিজনকে খেজুর, ছোলা, সেমাই,চিনি, ডাল ও তেলসহ ৮ কেজি করে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি মাওলানা হাবিবুর রহমান, প্রতিষ্ঠাতা মামুন সরদার,মিঠুন,আল-আমিন,শিহাবসহ অন্যান্য সদস্যবৃন্দ।
সংগঠনটির সভাপতি মাওলানা হাবিবুর রহমান বলেন, ক্যান্সার ও কিডনিসহ জটিল রোগীদের আর্থিক সহায়তা, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, এতিমদের পড়াশোনায় আর্থিক সহযোগিতা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের আর্ত-মানবতার সেবায় সংগঠনটি নিয়োজিত। এ ছাড়াও স্বেচ্ছায় রক্তদানের কাজও করে যাচ্ছে সংগঠনটি।
সংগঠনের প্রতিষ্ঠাতা বিশিষ্ট ব্যবসায়ী মো: মামুন সরদার বলেন, ‘সামাজিক দায়বদ্ধতা থেকে এলাকার মানুষের উদ্যোগে সংগঠনটি গঠন করানো হয়েছে। সংগঠনটি সর্বদা মানবকল্যাণে কাজ করবে।’
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :