মাত্র দেড় মাস বয়সে মা থেকে বিচ্ছিন্ন হয়েছিলেন এলিজাবেথ ফিরোজা। পরে নরওয়েতে শুরু করেন বসবাস। দীর্ঘ ৫০ বছর সেই মেয়ে ফিরে আসলো জন্মদাত্রী মায়ের কাছে। তবে এই যাত্রা সহজ ছিল না ফিরোজার।
সম্প্রতি নরওয়ে থেকে শেকড়ের খোঁজে বাংলাদেশে আসেন এলিজাবেথ ফিরোজা। শুরু করেন মাকে খুঁজে পাবার এক অসম্ভব লড়াই। আর তাঁর এই লড়াইয়ে পাশে দাঁড়ায় পররাষ্ট্র মন্ত্রণালয়, সমাজসেবা অধিদপ্তর ও বিভিন্ন কর্তৃপক্ষ।
জানা যায়, ১৯৭৫ সালে গুটি বসন্তে স্বামীকে হারান মাত্র ১৩ বছর বয়সী কিশোরী মা ফিরোজা বেগম। দেড় মাস বয়সী মৌসুমিকে শিশু সদনে দিয়ে আসেন অসহায় ফিরোজা। সেখান থেকে তাকে দত্তক নেয় নরওয়ের রয় রেড দম্পতি। মৌসুমির নাম হয় এলিজাবেথ। ৫০ বছর পর, বৃহস্পতিবার শিবচরের পদ্মেরচর গ্রামে জন্মদাত্রী সেই মায়ের দেখা পেলেন এলিজাবেথ।
একুশে সংবাদ/এ.ট.প্র/জাহা
আপনার মতামত লিখুন :