রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দরিদ্র ও অসহায় রিক্সাচালক জয়নাল প্রামানিকের (৭৫) পরিত্যক্ত একটি রিক্সা নতুনের মত মেরামত করে দিয়ে তার মুখে হাসি ফোটালেন মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী।
রবিবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার বড়মসজিদ এলাকায় ওই বৃদ্ধাকে মেরামত করা রিক্সাটি বুঝিয়ে দিলেন তার ছেলে মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক মো. সেলিম মুন্সী।
এ-সময় তার সাথে উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহমেদ সজল, সাধারণ সম্পাদক আকাশ সাহা সহ পৌর ছাত্রলীগের নেতাকর্মীরা।
খোঁজ নিয়ে শোনা যায়, অসহায় রিক্সাচালক জয়নাল প্রামানিক জরাজীর্ণ একটি রিক্সা প্যাডেল দিয়ে চালিয়ে জীবিকা নির্বাহ করেন। এমন দৃশ্য চোখে পড়ে পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহমেদ সজলের। রাতুল আহমেদ সজল রিক্সা চালকের কিছু ভিডিও ফুটেজ ধারণ করে নিয়ে মোস্তফা মুন্সীকে দেখালে তিনি অসহায় রিকশাচালককে নতুন রিক্সা কিনে দিতে চান। কিন্তু বৃদ্ধা রিক্সাচালক তার এই প্যাডেল চালিত রিকশা স্মৃতি হিসেবে ধরে রাখতে চান। দরিদ্র রিক্সাচালকে তিনি অনুরোধ করেন এই ভাঙ্গা রিক্সা মেরামত করে দিতে। এরপরে গোয়ালন্দ বাজারের এরশাদ সাইকেল স্টোর থেকে রিক্সাটি পূর্ণ মেরামত করে করে আজ দুপুরে তাকে বুঝিয়ে দেওয়া হয়।
মেরামতকৃত রিক্সাটি হাতে পেয়ে অসহায় রিকশাচালক জয়নাল প্রামানিক জানান, জরাজীর্ণ এই রিক্সাটি চালাতে খুব কষ্ট হতো। এখন মুন্সী পরিবার আমার রিক্সাটি ঠিক করে দিয়েছে। এখন রিকশা চালিয়ে আমি আমার সংসার চালাতে পারবো। মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ এর নির্বাহী পরিচালক সেলিম মুন্সি জানান, অসহায় রিকশাচালকের ভাঙা রিক্সা দেখে বিবেকে নাড়া দিয়েছে। তার পরিবার যেন একটু ভালো থাকে সেজন্য রিক্সা মেরামত করে দিয়েছি। পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল জানান, মোস্তফা মুন্সির পক্ষ থেকে সেলিম মুন্সী এর আগেও অনেক অসহায় মানুষের নতুন রিক্সা দিয়েছেন এবং অনেকের রিক্সা মেরামত করেও দিয়েছেন। এছাড়া গোয়ালন্দ উপজেলার মধ্যে মোস্তফা মুন্সী`র পরিবার অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :