মানিকগঞ্জের সিংগাইরে মাসিক আইন-শৃঙ্খলা সভা রবিবার (৩১ মার্চ) সকাল ১১ টায় উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার বসু’র সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মোসা. শারমিন আক্তার, ওসি মো. জিয়ারুল ইসলাম, আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মো. হাফিজুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. সায়েদুল ইসলাম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল বাশার, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি মাসুম বাদশাহ, তালেবপুর ইউপি চেয়াম্যান রমজান আলী, চান্দহর ইউপি চেয়ারম্যান মো. শওকত হোসেন বাদল, জয়মন্টপ ইউপি চেয়ারম্যান ইঞ্জি. মোঃ শাহাদৎ হোসেন, ধল্লা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জাহিদুল ইসলাম ভুঁইয়া, সদর ইউপি চেয়ারম্যান মো. জাহিনুর রহমান সৌরভ ও সায়েস্তা ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম প্রমূখ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পল্লী বিদ্যুতের ডিজিএম মো. সফিকুল ইসলাম, জামির্ত্তা ইউপি চেয়ারম্যান আবুল হোসেন মোল্লা, জামসা ইউপি চেয়ারম্যান গাজী কামরুজ্জামানসহ আইন-শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ ।
মাসিক এ আইনশৃঙ্খলা সভায় মাদক, সন্ত্রাস, বাল্য বিয়ে, চুরি, ৩ ফসলি জমি থেকে রাতের আধাঁরে মাটি কাটা প্রতিরোধে সর্বাধিক গুরুত্ব দেয়া হয়। সেই সাথে ঈদুল ফিতরে উপজেলার প্রধান রাস্তা আঞ্চলিক মহাসড়ক যানজট মুক্ত রাখার পাশাপাশি বাংলা নববর্ষ পহেলা বৈশাখ পালনে আইন শৃংখলা বাহিনীর টহল জোরদারে বিশেষ নজর দেয়ার কথাও বলা হয়।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :