AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাড়ে চার ঘণ্টা বন্ধ থাকার পর আখাউড়া স্থলবন্দর দিয়ে আবার যাত্রী পারাপার শুরু


Ekushey Sangbad
এনায়েত খান, ব্রাহ্মণবাড়িয়া
০৪:১৮ পিএম, ২ এপ্রিল, ২০২৪
সাড়ে চার ঘণ্টা বন্ধ থাকার পর আখাউড়া স্থলবন্দর দিয়ে আবার যাত্রী পারাপার শুরু

সাড়ে চার ঘণ্টা বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আবার যাত্রী পারাপার শুরু হয়েছে। 

মঙ্গলবার (২ এপ্রিল) ত্রিপুরা রাজ্যের আগরতলা ইমিগ্রেশনের সার্ভারে ত্রুটির কারণে বন্ধ থাকে দুপুর পৌনে ১টার দিকে যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক হয়। 

আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের সহকারী উপ-পরিদর্শক মোরশেদুল হক বলেন, সকাল সোয়া ৮টা থেকে আগরতলা ইমিগ্রেশনের সার্ভারে ত্রুটির কারণে যাত্রী পারাপার বন্ধ করে দেওয়া হয়। সকালে ১২ জন যাত্রী ভারতে প্রবেশের পর বিএসএফের মাধ্যমে আমাদের জানানো হয়, যেন আর যাত্রী না পাঠানো হয়। 

তিনি আরও বলেন, বেলা সাড়ে ১১টা থেকে শুধুমাত্র প্লেনের টিকিটধারী যাত্রীদের পারাপারে সম্মত হয় আগরতলা ইমিগ্রেশন কর্তৃপক্ষ। পরে সার্ভারের ত্রুটি সারানোর পর দুপুর পৌনে ১টা থেকে যাত্রী পারাপার পুরোপুরি স্বাভাবিক হয়। স্থলপথে উত্তরপূর্ব ভারতের সঙ্গে বাংলাদেশের যোগাযোগের অন্যতম মাধ্যম আখাউড়া স্থলবন্দর। প্রতিদিন এ বন্দর দিয়ে ৭০০-৮০০ যাত্রী পারাপার হয়ে থাকে এ বন্দর  দিয়ে।

 

একুশে সংবাদ/বিএইচ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!