পাবনায় মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। প্রচণ্ড রোদ আর ভ্যাপসা গরমে অসহ্য হয়ে উঠেছে জনজীবন। সকাল থেকেই রোদের তাপে বাইরে বের হওয়া কঠিন হয়ে পড়েছে। রোজায় দুর্ভোগ বেড়েছে কয়েকগুণ।
এ কারণে ভাঙ্গুড়া উপজেলায় বেড়েছে চার্জার ফ্যানের চাহিদা। সহজে পরিবহন করা যায় এমন ফ্যানের চাহিদা তুলনামূলক বেশি। ঈদুল ফিতর উপলক্ষে ঈদ যাত্রায় একটু স্বস্তির জন্য অনেকেই কিনছেন এসব পোর্টেবল ফ্যান।
সরেজমিন বুধবার (৩ এপ্রিল) উপজেলার বিভিন্ন বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে। মান ভেদে ৩০০ থেকে ৩০০০ টাকায় বিক্রি হচ্ছে একেকটি চার্জার ফ্যান।
উপজেলার বিভিন্ন মার্কেটের বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাওয়ায় ফ্যানের চাহিদা বাড়ছে। তা ছাড়া গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে যাওয়ায় পণ্যটির বিক্রি বেড়েছে। মানুষের ক্রয়ক্ষমতা যত বাড়বে, ততই হোম অ্যাপ্লায়েন্স ব্যবহার বাড়বে। একই সঙ্গে উন্নত প্রযুক্তির পণ্যের সাথে দেশে ফ্যানের বাজার আরও বড় হবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :