যশোরের নড়াইলে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান ধানক্ষেতে জরুরি অবতরণ করেছে। বুধবার (৩ এপ্রিল) দুপুর ২টা ৪৪ মিনিটে সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের তারাশি মধ্যপাড়ায় বিলে ধানক্ষেতে বিমানটিতে ত্রুটি দেখা দিলে জরুরী অবতরণ করে।
এর আগে প্রশিক্ষণ বিমানটি দুপুর ১টা ৩৪ মিনিটে যশোর বিমানবন্দর থেকে উড্ডয়ন করে।
বিষয়টি নিশ্চিত করেছেন যশোর বিমানবন্দর ব্যবস্থাপক সাইদুর রহমান।
সূত্রে জানা গেছে, বিমানের স্কোয়াড্রন লিডার মাহফুজ ও নাদিম বিমানটি পরিচালনার দায়িত্বে নিয়োজিত ছিলেন। এ ঘটনায় কারো কোনো ধরনের ক্ষতি হয়নি বলে জানা গেছে। বিমানের কী ধরনের ত্রুটি হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ও বিমান বাহিনীর অন্য সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন।
যশোর বিমানবন্দরের ব্যবস্থাপক সাইদুর রহমান জানান, প্রশিক্ষণ বিমানটি দুপুর ১টা ৩৪ মিনিটে যশোর বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। কারিগরি ত্রুটির কারণে যশোর বিমানবন্দর থেকে ১৮ কিলোমিটার দূরের নড়াইলের একটি ধানক্ষেতে দুপুর ২টা ৪৪ মিনিটে অবতরণ করে। পরে খবর পেয়ে বাংলাদেশ বিমানের একটি হেলিকপ্টার এসে তাদের উদ্ধার করে নিয়ে যায়। প্রশিক্ষণ বিমানটির উদ্ধার প্রক্রিয়া চলছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :