AB Bank
ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পঞ্চগড়ে সাফ জয়ী ৬ নারী ফুটবলারকে সংবর্ধনা


Ekushey Sangbad
ডিজার হোসেন বাদশা, পঞ্চগড়
০৩:৪৯ পিএম, ৪ এপ্রিল, ২০২৪
পঞ্চগড়ে সাফ জয়ী ৬ নারী ফুটবলারকে সংবর্ধনা

সম্প্রতি অনুষ্টিত সাফ অনুর্ধ্ব-১৬ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে জয় লাভ করা পঞ্চগড়ের ৪ নারী ফুটবলারসহ অনর্ধ্ব-১৯ এর দুই খেলোয়ারসহ দুই ক্রীড়া সংগঠককে সংবর্ধনা প্রদান করেছে পঞ্চগড় জেলা প্রশাসন।

আজ বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে ফুলেল শুভেচ্ছায় তাদের বরণ করে নেন প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীরা। এদের মধ্যে রয়েছে সাফ অনুর্ধ্ব-১৬ নারী ফুটবল টুর্নামেন্টের সেরা গোলরক্ষ ইয়ারজান বেগম, খেলোয়াড় আলপি আক্তার, বৃষ্টি রায় ও শিউলি রায় এবং অনুর্ধ্ব-১৯ এর খেলোয়াড় তৃষ্ণা রানী ও নুসরাত জাহান মিতু। অপরদিকে ক্রীড়া সংগঠক টুকু রহমান ও মোফাজ্জল হোসেন বিপুল।

জানা গেছে, ইয়ারজান বেগমের বাড়ি পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের খোপড়াবান্দি গ্রামে। সে টুকু ফুলবল একাডেমির হয়ে অনুশিলন করছেন। এছাড়া বোদা ফুটবল একাডেমির খেলোয়াড় আলপি আক্তার, বুষ্টি রায় ও শিউলি রায়সহ অনুর্ধ্ব-১৯ এর খেলোয়াড় তৃষ্ণা রানী ও নুসরাত জাহান মিতু‍‍`র বাড়ি জেলার বোদা উপজেলার বিভিন্ন এলাকায়।

এর আগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা ক্রীড়া কর্মকর্তা গৌতম কুমার সরকারের সঞ্চালনায় এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা শেষে তাদের হাতে ফুল, শুভেচ্ছা স্মারক ও ঈদ উপহার তুলে দেন পঞ্চগড় জেলা প্রশাসক জহুরুল ইসলাম ও পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা।

পঞ্চগড় জেলা প্রশাসক জহুরুল ইসলাম এসময় বলেন, এরা আমাদের দেশের সম্পদ, আমাদের পঞ্চগড়ের সম্পদ। বরাবরই জেলা প্রশাসন জেলা ক্রীড়া অফিসকে সাথে নিয়ে তাদের সহযোগিতা ও অনুপ্রেরণা দিয়ে আসছে। তাদের এই অসামান্য ক্রীড়নেপুণ্য প্রদর্শন করায় তাদেরকে আমাদের এই সংবর্ধনা প্রদান। তারা সামনে আরও ভালো কিছু করুক।

গত ১০ মার্চ (রোববার) নেপালের কাঠমুন্ডুতে অনুষ্ঠিত সাফ অনুর্ধ্ব-১৬ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে টাইব্রেকারে ৩-২ গোলের ব্যবধানে ভারতকে পরাজিত করে শিরোপা জিতে বাংলাদেশ।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!