ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় আজ বৃহস্পতিবার ৪ এপ্রিল মাহে রমজানের রোজার ইফতার মাহফিল এসএসসি ৯২ ব্যাচ এসোসিয়েশনের উদ্যোগে দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়েছে ।
অনুষ্ঠানে সকল মৃত, বন্ধু, আত্মীয় স্বজনদের আত্মার মাগফেরাত ও দেশ জাতির শান্তি কামনা করে স্থানীয় শান্তা কমিউনিটি সেন্টারে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।
৯২ ব্যাচের আহবায়ক রফিউল ইসলামের আহবানে অনুষ্ঠানের সভাপতি হিসেবে সাবেক মেয়র আলমগীর সরকারের সভাপতিত্বে ৯২ সালের এসএসসি ব্যাচের বন্ধুরা একত্রিত হয়ে ইফতার পার্টি মিলন মেলায় পরিণত করে। একে অপরের সাথে সৌজন্য সাক্ষাত করে অতীতকে আলিঙ্গন করেন সকল বন্ধুরা।
এ সময় বন্ধুদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও ইনভাটা সমিতির সভাপতি আহমদ হোসেন বিপ্লব,বাংলাদেশ কেন্দ্রীয় সরকারি শিক্ষা অফিসার এসোসিয়েশন সভাপতি এস এম রবিউল ইসলাম সবুজ, রাতোর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শরৎচন্দ্র রায়, প্রভাষক সাংবাদিক সফিকুল ইসলাম শিল্পী, প্রধান শিক্ষক মেরিনা আক্তার মেরি, এটি এম কামাল হোসেন শান্ত, ইশরাত জাহান মিতু, ইন্সপেক্টর সারোয়ার হোসেন, জিল্লুর রহমান প্রমূখ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :