ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষে আজ রবিবার (৭এপ্রিল) থেকে আগামী ১৪এপ্রিল পর্যন্ত মোট ৮দিন সোনামসজিদ স্থলবন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ থাকবে।
সোনামসজিদ পানামা পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার মোঃ মাইনুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, সোনামসজিদ আমদানী-রপ্তানীকারক গ্রুপ ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষে আগামীকাল সোমবার (৮এপ্রিল) থেকে আগামী ১৪এপ্রিল পর্যন্ত মোট ৭দিন সোনামসজিদ স্থলবন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।
এদিকে আজ রবিবার শবে কদরের ছুটি থাকায় বন্দরের কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে আজ থেকে ৮দিন সোনামসজিদ স্থলবন্দরের কার্যক্রম বন্ধ থাকবে।
তবে পাসপোর্টধারী ভারত-বাংলাদেশ যাতায়াতকারীদের জন্য ইমিগ্রেশনের কার্যক্রম চলবে বলে জানিয়েছেন, সোনামসজিদ ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ জাভেদ ইকবাল ।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :