AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নবীগঞ্জে ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী সহ তিন জুয়ারী গ্রেফতার


নবীগঞ্জে ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী সহ তিন জুয়ারী গ্রেফতার

নবীগঞ্জ থানার একদল পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। নবীগঞ্জ উপজেলার কেলি কানাইপুর এলাকায় ঐতিহ্যবাহী মেলা থেকে হাতেনাতে জুয়ার আসর থেকে তিন জুয়ারী ও  ওয়ারেন্ট ভুক্ত এক পলাতক আসামী গ্রেফতার। 

পুলিশ সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার কেলি কানাইপুর এলাকায় ঐতিহ্যবাহী মেলা থেকে হাতেনাতে তিন জুয়ারী জুয়া খেলার সরঞ্জাম সহ পুলিশের কাঁচায় বন্ধী, গ্রেফতারকৃত আসামীরা হলো, নবীগঞ্জ থানার মামলা নং-০৭, ধরা- ০৩/০৪ প্রকাশ্যে জুয়া আইন- ১৮৬৭ এর আসামী মৌলভীবাজার জেলার শেরপুর এলাকার মো: জিকির মিয়ার পুত্র মো: রিপন মিয়া (২৬), নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের বড় সাকুয়া গ্রামের মো: আবুল বাদশা মিয়ার পুত্র মো: রাশেদ মিয়া (২৫), নবীগঞ্জ পৌর এলাকার হরিপুর গ্রামের মো: নজির মিয়ার পুত্র মনির হোসেন (৩০), ও সিআর মামলা নং-১০১৬/২৩ ধারা- এনআইএক্ট এর ১৩৮ এর ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী হলো, নবীগঞ্জ পৌর এলাকার চরগাঁও গ্রামের শেখ মো: মত্তালিব মিয়ার পুত্র শেখ মো: লিটন মিয়া (৪২), কে গ্রেফতার করা হয়। 

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাসুক আলীর দিকনির্দেশনায় এসআই সুমন মিয়ার, নেতৃত্বে এসআই বিজয় দেব নাথ, এএসআই সুব্রত কুমার দাশ, এএসআই পরিমল সহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে পলাতক আসামীদের গ্রেফতার করতে সক্ষম হয়। 

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাসুক আলী বলেন, গ্রেফতারকৃত আসামীদের হবিগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!