সাভারে পূর্ব বিরোধের জের ধরে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে সাজ্জাদ হোসেন (২২) নামের এক যুবক নিহত হয়েছে।
শনিবার সকালে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
শুক্রবার গভীর রাতে সাভার পৌরসভার বক্তারপুর কোটবাড়ি-আরাপাড়া বালুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
সাজ্জাদ হোসেন রাজধানীর মোহাম্মদপুর থানার রায়েরবাজার ছাতা মসজিদ এলাকার শাহীন ওরফে নুরা মিয়ার ছেলে। তিনি পৌরসভার আরাপাড়া এলাকার কফিল উদ্দিনের বাড়িতে ভাড়া থেকে হেমায়েতপুর এলাকায় একটি ফার্নিচারের দোকানে রংমিস্ত্রির কাজ করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত ৯টার দিকে আরাপাড়া বালুর মাঠ এলাকায় সারোয়ার ভাণ্ডারীর ছেলে কিশোর গ্যাংয়ের সদস্য স্বপনের সঙ্গে সাজ্জাদের বিরোধ হয়। রাত ১২টার দিকে কিশোর গ্যাংয়ের সদস্যরা সাজ্জাদকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ্জামান বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :