পাবনা আইডিয়াল হাসপাতাল নামে একটি বেসরকারি হাসপাতালে সিজারিয়ান অপারেশনের সময় দুই প্রসূতি মারা গেছেন৷ রোগির স্বজনদের দাবি, ভূল চিকিৎসায় তাদের মৃত্যু হয়েছে।
রোববার (১৪ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে পৃথক পৃথক ডাক্তার দ্বারা সিজারিয়ান অপারেশনের সময় দুই প্রসূতির মৃত্যু হয়।
ওইদিন দুপুরে এই দুই রোগীকে সিজারিয়ান অপারেশনের জন্য হাসপাতালটিতে ভর্তি করা হয়।
জানা গেছে, কুষ্টিয়ার শিলাদহ এলাকার মাহবুব বিশ্বাসের স্ত্রী ইনসানা খাতুনের প্রসব বেদনা উঠলে রোববার দুপুরে তাকে পাবনা আইডিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। এসময় জাহিদা জহুরা লীজা নামে এক চিকিৎসক অপারেশন করাতে গেলে ভুল চিকিৎসায় রোগের মৃত্যু হয়।
অন্যদিকে একই সময় পাবনার আটঘরিয়ার স্বপ্না খাতুন নামে এক রোগীও কাজি নাহিদা আক্তার লিপির কাছে সিজারিয়ান অপারেশনে আসেন। ভুল চিকিৎসায় তারও মৃত্যু হয়।
এই ঘটনায় ৩ সদস্যের কমিটি গঠন করে হাসপাতালটি সিলগালা করে দিয়েছেন পাবনা সিভিল সার্জন ডাঃ শহীদুল্লাহ দেওয়ান।
একুশে সংবাদ/সা.আ
আপনার মতামত লিখুন :