AB Bank
ঢাকা মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফিরিঙ্গি বাজারের আগুন নিয়ন্ত্রণে


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, চট্টগ্রাম
০৬:১২ পিএম, ১৫ এপ্রিল, ২০২৪
ফিরিঙ্গি বাজারের আগুন নিয়ন্ত্রণে

চট্টগ্রাম শহরের ফিরিঙ্গি বাজার বস্তিতে লাগা আগুন ফায়ার সার্ভিসের  ৯টি ইউনিটের প্রায় ১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে।

সোমবার (১৫ এপ্রিল) দুপুর ২টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে দুপুর ১টা ২০ মিনিটের দিকে বস্তিতে আগুন লাগার সংবাদ পান ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে তাদের সঙ্গে যোগ দেয় আরও ৬টি ইউনিট।

স্থানীয়রা জানান, আগুনে বস্তির বেশ কয়েকটি কাঁচাঘর পুড়ে গেছে। এসব বাড়ির কোনটির বাসিন্দারা এখনো ঈদ শেষে বাড়ি থেকে ফেরেননি। অর্থাৎ বন্ধ অবস্থায় মালামাল পুড়ে ছাই হয়ে গেছে অনেকের। আর যারা আছেন চোখের সামনে নিজের বসতি পুড়তে দেখে বিলাপ করছেন বাসিন্দারা।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাস্থলটি নদীর পাশে হওয়ায় বাতাসের বেগ ছিল। একারণে আগুন যেমন দ্রুত ছড়িয়েছে, তেমনি নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয়েছে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ বলেন, আগুন লাগার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। আগুনে কেউ হতাহত হয়নি। আনুমানিক ২০টির বেশি কাঁচাঘর পুড়ে গেছে। তাছাড়া পার্শ্ববর্তী ৪তলা বিশিষ্ট একটি পাকা ভবন আগুন লেগে ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের মোট ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানানো হবে।


একুশে সংবাদ/ঢ.প.প্র/জাহা
 

Link copied!