পাবনার ভাঙ্গুড়ায় বইমেলার দ্বিতীয় দিনে বিকেল থেকে দল বেঁধে ভিড় করছেন নানা বয়সী মানুষেরা। সোমবার (১৫ এপ্রিল) নানা বয়সী পাঠকের উপচেপড়া ভিড় যেমন আছে তেমনি বিক্রিও হচ্ছে বই।
এর আগে গতকাল বিকেলে উপজেলার সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এবারের বইমেলার উদ্বোধন হয়। সচেতন সাহিত্য সাংস্কৃতিক পরিষদের আয়োজনে ৩১তম বইমেলার শুভ উদ্বোধন করেন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও পাবনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মকবুল হোসেন।
সরেজমিনে মেলা প্রাঙ্গন ঘুরে দেখা গেছে, মা-বাবার হাত ধরে, কাঁধে চড়ে যেমন শিশুরা এসেছে মেলায় তেমনি তরুণ-তরুণীরাও এসেছে সবান্ধবে। হাজারো মানুষের প্রাণের মেলায় পরিণত হয় পুরো এলাকা। ধুম পড়ে প্রিয়জনদের সঙ্গে সেলফি তোলার।
অনেকে আবার নেড়েচেড়ে দেখেন বিভিন্ন লেখকের নতুন-পুরোনো বই। কেউবা বসন্তের আগমনী বার্তাবাহক হিসেবে নিজেকে সাজিয়ে এসেছেন ফুল দিয়ে।
বইমেলার বিভিন্ন স্টলের দোকানীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইসলামী, শিশুতোষ ভূত-রাক্ষস-দৈত্যের গল্পের বই, ছড়া-কবিতার বই, বড়দের প্রেমের কবিতা, গল্প-উপন্যাস বিক্রি হচ্ছে বেশি। বিক্রি হচ্ছে মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলনসহ বিভিন্ন বিষয়ভিত্তিক প্রবন্ধ, অনুবাদ সাহিত্যসহ সব ধরনের বই। কিছু পাঠক শুধু পরিচিত ও জনপ্রিয় লেখকদের বই কিনছেন।
জানা গেছে, ১৯৮৬ সালে ভাঙ্গুড়া সচেতন সাহিত্য সাংস্কৃতিক পরিষদ প্রতিষ্ঠিত হয়। সকল শ্রেণি পেশার মানুষের মাঝে জ্ঞানের আলো ছড়ানো ও অসাম্প্রদায়িক সমাজ গঠনই যার মূল উদ্দেশ্য। সেই লক্ষ্য নিয়েই বিগত ৩০ বছর যাবৎ বইমেলা ও সাংস্কৃতিক উৎবের আয়োজন করে আসছে। সাত দিনব্যাপী এই বইমেলা ও সাংস্কৃতিক উৎসব চলবে ২০ এপ্রিল পর্যন্ত।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :