লালমনিরহাটের আদিতমারীতে বরেন্দ্রর গভীর নলকুপের খুটি ভেঙ্গে মাথায় পড়ে আল-আমিন (১৪) নামে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৬ এপ্রিল ) দুপুরে বাড়ির পাশে ভুট্টা ক্ষেত পরিচর্যা করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আল আমিন ইসলাম উপজেলার সারপুকুর ইউনিয়নের রইসবাগে এলাকার কাদের ইসলামের পুত্র।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বাড়ির পাশে ভুট্টা ক্ষেতে মায়ের সাথে কাজ করতে যায় আল আমিন। তাপদাহ থাকায় পিপাসার্ত হয়ে পড়লে পানি খেতে পাশের বরেন্দ্রর গভীর নলকুপের কাছে যায়। এ সময় পা পিছলে পড়ে যেতে ধরলে বরেন্দ্রর সিমেন্টের উচু খুটি ধরে পড়ে যাওয়া থেকে রক্ষা পেতে চায়। এ সময় জরাজীর্ণ খুটি তার মাথায় ভেঙ্গে পড়লে গুরুতর আহত হয়ে সেখানেই তার মৃত্যু হয়।
সারপুকুর ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবির বলেন, বরেন্দ্রর গভীর নলকুপ খুটি গুলো ৮ থেকে ৯ বছরের পুরনো। যত্ন না নেওয়ায় এসব বিপদজনক হয়ে উঠেছে। যার কারণে এই ধরনের দুর্ঘটনা ঘটেছে।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ উন-নবী বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :