ঐতিহাসিক মুজিব নগর দিবস ২০২৪ উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৭ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটির তাৎপর্য্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র`র সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলজার হোসেন মৃধা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ফারসিম তারান্নুম হক, উপজেলা কৃষি কর্মকর্তা মো. খোকন উজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রাশেদুজ্জামান, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আসাদুজ্জামান খান, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, প্রবীণ শিক্ষক নির্মল কুমার চক্রবর্তী সহ মুক্তিযোদ্ধা, সুধীসমাজের প্রতিনিধিরা, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ প্রমুখ।
দিবসটি উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র বলেন- আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে অনন্য একটি দিন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে এদিন মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আম্রকানন স্বাধীন বাংলাদেশের প্রথম অবস্থায় সরকার আনুষ্ঠানিক ভাবে শপথ গ্রহণ করেন।
একুশে সংবাদ/এস কে
আপনার মতামত লিখুন :